Maintance

ভিভোর নতুন ফোনে ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট

প্রকাশঃ ৭:২৯ অপরাহ্ন, জানুয়ারি ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩০ অপরাহ্ন, জানুয়ারি ১০, ২০১৮

টেক হর কনটেন্ট কাউন্সিলর : ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রেখে ফোন আনছে ভিভো।

গত বছরের শেষে টাচস্ক্রিন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নির্মাতা সিনাপটিক্স ঘোষণা করেছিল তাদের ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তির ফোন আনবে ভিভো। এবার কনজিউমার ইলেক্ট্রনিক শো বা সিইএস ২০১৮-তে তার দেখা মিলল।

নতুন ফোনটির স্পেসিফিকেশন, মূল্য এমনকি তার মডেলের ব্যাপারেও ভিভো কিছু জানায়নি। তবে ফোনটির মূল আকর্ষণ অবশ্যই নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Symphony 2018

সেন্সরটি ওলেড ডিসপ্লের এলইডি এর ফাঁক দিয়ে আঙুলের ছাপ নির্ণয় করার মাধ্যমে কাজ করে, ফলে এলসিডি ডিসপ্লেতে সেটি ব্যবহার করা সম্ভব নয়।

সেন্সরটি বাজারের অন্যান্য সেন্সরের চেয়ে কিছুটা ধীরে কাজ করে, তবে ভবিষ্যতে আরও গতিশীল সেন্সরের দেখা মিলবে।

ডিসপ্লের নিচের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেয়া হয়েছে, যা ডিসপ্লে চালু থাকা অবস্থায় দেখা অসম্ভব। ডিসপ্লের মধ্যে সেন্সর থাকায় বেজেল আরও কমানো যাবে। পেছনে সেন্সর দেয়ার প্রয়োজন না থাকায় পানি নিরোধী ফোন তৈরি হবে আরও সহজ।

চিপ নির্মাতা কোয়ালকম এমন আরেকটি প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা এলসিডি ডিসপ্লেতেও কাজ করবে। ফলে এবছর ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা মিলবে বেশ কিছু ডিভাইসে।

জিএসএম এরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/