![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রায়ই ফেইসবুক নিউজ ফিডে নানা ধরণের স্প্যাম কনটেন্ট দেখা যায়। ব্যবহারকারীদের এই ভোগান্তি থেকে বাঁচাতে নতুন স্প্যাম ফিল্টার যুক্ত হচ্ছে ফেইসবুকে।
নতুন ফিল্টারের ফলে ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্ন স্প্যাম পোস্টের হাত থেকে মুক্তি পাবেন। এছাড়া একই পোস্ট কিংবা ছবি বারবার দেখার হাত থেকেও রেহাই পাবেন। নতুন পরিবর্তনের ফলে স্প্যাম লিংকযুক্ত পোস্ট, লাইক-প্রত্যাশী পোস্ট বা একই ধরণের পোস্ট বারবার শেয়ার করা হলে তা আর দেখা যাবে না নিউজ ফিডে।
বৃহস্পতিবার ফেইসবুকের সফটওয়্যার প্রকৌশলী এরিক ওয়েনস ও পণ্য ব্যবস্থাপক ক্রিস তুরিতজিন নতুন নিউজ ফিড সর্ম্পকে তথ্য প্রকাশ করেন। তারা জানান, “নতুন ফেইসবুক ফিল্টার ব্যবস্থাটি নিয়ে এখনও কাজ করছে ফেইসবুক কর্তৃপক্ষ। দ্রুত ব্যবহারকারীরা নিউজ ফিডে স্প্যামযুক্ত পোস্ট থেকে মুক্তি পাবে।”
বিশ্লেষকরা মনে করছেন টুইটার, গুগল প্লাসের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখতে নিত্যনতুন ফিচার আনছে ফেইসবুক। তবে সম্প্রতি ফেইসবুক নিউজ ফিডের ডিজাইন পরিবর্তন সমালোচনার মুখে পড়েছে।
– ম্যাশেবল অবলম্বনে তুসিন আহমেদ