Maintance

সেকেন্ডে গুগলের একটি স্মার্ট স্পিকার বিক্রি!

প্রকাশঃ ৯:২৭ অপরাহ্ন, জানুয়ারি ৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ন, জানুয়ারি ৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতি সেকেন্ডে একটি করে স্মার্ট স্পিকার বিক্রি করে গুগল। গত ১৯ অক্টোবর থেকে এপর্যন্ত প্রায় ৬৮ লাখ গুগল হোম সরবরাহ করেছে টেক জায়ান্টটি।

শুধু বিক্রিই নয়, এ ছুটির মৌসুমে গুগল হোমের ব্যবহারও বেড়েছে ৯ গুণ বেশি।

গুগল হোম দিয়ে গান শোনা, প্রশ্ন করা, অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করার কাজই বেশি করা হচ্ছে।

Symphony 2018

তবে স্মার্ট স্পিকারের মধ্যেও বিভিন্ন ভাগ রয়েছে যেমন গুগল হোম, হোম ম্যাক্স ও হোম মিনি। তবে এই ডিভাইসগুলোর মধ্যে গুগল মিনির চাহিদাই বেশি।

ক্রিসমাসের মৌসুমে ছোট-খাটো এই ডিভাইসের দাম কমে দাঁড়িয়েছিলো ২৯ ডলারে। অন্যদিকে, গুগল ম্যাক্সের দাম ৩৯৯ ডলার।

রয়টার্সের খবর অনুযায়ী, হোম মিনির আয় থেকে গুগলের কোনো লাভ হয় না। ডিভাইসটির দামের মধ্যে প্রচারণা, ডেলিভারি ও ডেভেলপমেন্টের কোনো খরচ যোগ করা হয়নি।

গুগল হোম মিনি নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকাতেই আপাতত লাভের কথা ভাবছে না গুগল। ভবিষ্যতে হোম মিনি থেকে ব্যবহারকারীদের সংরক্ষিত তথ্যই গুগলকে আয়ের পথ খুলে দেবে।

দ্য ভার্জ অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/