Maintance

সমাজকল্যাণে গেইম

প্রকাশঃ ৪:৫১ অপরাহ্ন, জানুয়ারি ৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ন, জানুয়ারি ৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দ্রুত গেইম শেষ করা বা স্পিড রানিং গেইমারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

প্রতি বছরের মত এবারও গেইমাররা রোববার থেকে অসাম গেইমস ডান কুইকের ব্যানারে ‘স্পিড রানিং প্রতিযোগিতায় নামছেন। প্রতিযোগিতা চলার সময় দর্শকরা যে যার মত অর্থ প্রদান করেন একটি দাতব্য প্রতিষ্ঠানে।

এভাবে লাখ লাখ ডলারের দাতব্য অনুদান সংগ্রহ করে গেইমাররা। যা পরে নানাবিধ সংস্থাকে কাজে লাগানোর জন্য দান করা হয়।

নতুন বছরের শুরুতেই এমন ইভেন্ট আবার করতে যাচ্ছে গেইমাররা। চলতি বছরে ইভেন্টটি হিলটন ওয়াশিংটন ডালস এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।  যা সরাসরি দেখতে চাইলে তাদের টুইচ চ্যানেলে নজর রাখতে হবে।

বিগত বছরগুলোতে অসাম গেইমস ডান কুইক ও তার অঙ্গসংগঠন ‘সামার গেইমস ডান কুইক’ মিলিতভাবে এক কোটি ২০ লাখ ডলার অনুদান আনতে সক্ষম হয়। পরে পুরো অর্থ দান করা হয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস, প্রিভেন্ট ক্যান্সার ফাউন্ডেশন ও অন্যান্য কল্যাণমূলক সংস্থায়।

এমনকি গত বছর শুধু ক্যান্সার আক্রান্তদের জন্য অনুদান সংগ্রহ হয়েছে ২২ লাখ ডলার। গেইমাররা এমন আয়োজন করে তাৎক্ষণিক ঘটে যাওয়া দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানও সংগ্রহ করে এই কমিউনিটি।

প্রতিযোগিতাটি চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। দেখা যাবে এই লিঙ্কে।

গেইমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/