Maintance

আসুসের ফোনপ্যাড নোট ৭ ট্যাবলেট বাজারে

প্রকাশঃ ৪:০৯ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ফোনপ্যাড নোট ৭ ট্যাবলেট পিসি। এমই১৭৫সিজি মডেলের এ ট্যাবলেট পিসিতে ডুয়াল সিম ব্যবহার করা যায়।

ফোন কলের সুবিধাসহ এতে থ্রিজি মোবাইল ডেটা বা ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। রয়েছে ৭-ইঞ্চির ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টি-টাচ আইপিএস প্যাণেল, অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন অপারেটিং সিস্টেম, এবং ১.২ গিগাহার্জ ইন্টেল ডুয়াল কোর প্রসেসর।

ASUS Fonepad ME175CG Tablet PC Now in Bangladesh_Image

Symphony 2018

ট্যাবলেট পিসিটিতে আরও রয়েছে ১ গিগাবাইট র্যা ম, ৮ জিবি ডেটা স্টোরেজ, ফ্রন্ট-ব্যাক ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লু-টুথ ৪.০, সনিকমাস্টার অডিও প্রযুক্তি, মাইক্রো-এসডি কার্ড রিডার, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ ইন্টারফেস প্রভৃতি।

সর্বোচ্চ ৯ ঘন্টা পাওয়ার ব্যাকআপের লিথিয়াম-পলিমার ব্যাটারি সম্বলিত ট্যাবলেট পিসিটির দাম ১৮ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪২২

– সংবাদ বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ

*

*

Related posts/