Maintance

একদিন আগেই ফাঁস নকিয়া ৬

প্রকাশঃ ১২:১৬ পূর্বাহ্ন, জানুয়ারি ৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ন, জানুয়ারি ৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আনুষ্ঠানিক ঘোষণার মাত্র একদিন আগেই ফাঁস হয়ে গেল নকিয়া ৬-এর নতুন সংস্করণের ছবি। বাজারে থাকা এ মডেলের সঙ্গে নতুনটির তফাৎ শুধু ডিজাইনেই।

২০১৮ সালের এ মডেলে অন্যান্য ফোনের সঙ্গে পাল্লা দিয়ে ১৮:৯ লম্বাটে ডিসপ্লে ব্যবহার করেনি নকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল।

ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যায় ফুল এইচডি ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের ওপরে ও নিচে বড়সড় বেজেল রয়েছে। ফিংগারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে পেছনে।

ক্যামেরার ডিজাইন এবার নেওয়া হয়েছে নকিয়া ৫ থেকে। ফলে ক্যামেরা বাম্পটি বেশ লম্বা। ডুয়াল ক্যামেরার দিকেও নকিয়া পা বাড়ায়নি।

Symphony 2018

মেটাল ফ্রেম ও প্লাস্টিক ব্যাক প্যানেলে তৈরি ফোনটির ফ্রেম হালকা সোনালি রঙের করা হয়েছে। ব্যাক ও সামনের প্যানেল পাওয়া যাবে বেশ কিছু রঙে।

নতুন ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম ও ৩০০০ এমএএইচ ব্যাটারি।

ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে শুক্রবার। মূল্য ও অন্যান্য ফিচার সম্পর্কে জানা যাবে তখনই।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/