Maintance

ওরিও আপডেট স্থগিত ওয়ানপ্লাস৫ স্মার্টফোনের

প্রকাশঃ ৭:০০ অপরাহ্ন, জানুয়ারি ৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ন, জানুয়ারি ৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেশ কিছু সমস্যা থাকায় ওয়ানপ্লাস ৫ এর ওরিও আপডেট আপাতত স্থগিত করেছে নির্মাতা ওয়ানপ্লাস।

সমস্যাগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু না বলা হলেও নতুন আপডেটের পর তথ্য হারানো, ফোন বুট না হওয়া, ব্যাটারি দ্রুত শেষ হওয়া ও অ্যাপ ক্র্যাশ করা নিয়ে ওয়ানপ্লাস ফোরামে ব্যবহারকারীরা অভিযোগ করে আসছিলেন।

Symphony 2018

তবে ওরিও বেটা আপডেটে এসকল সমস্যা না থাকায় তা বহাল রয়েছে। স্ট্যাবল অক্সিজেন ওএস ৫.০.১ আপডেটে সকল সমস্যা সমাধান করে শীগ্রই সবার জন্য উন্মোচন করা হবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস থ্রি অথবা থ্রি-টি এর ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছিল।

অ্যান্ড্রয়েড ওরিও নিয়ে সমস্যা মিটছে না। এর আগে প্রথম প্রজন্মের পিক্সেল ও নেক্সাস ৫এক্স ওরিও আপডেট পাওয়ার পরপরই ব্যবহারকারীরা তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/