Maintance

সনির নতুন ফোনের ছবি ফাঁস

প্রকাশঃ ৬:১০ অপরাহ্ন, জানুয়ারি ২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ন, জানুয়ারি ২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক্সেপেরিয়া এক্সএ২ নামে একটি ফোন আনছে জাপানী ফোন নির্মাতা প্রতিষ্ঠান  সনি। এই  তথ্য ফাঁস হয়েছে আগেই। তবে এবার ফাঁস হলো ফোনটি লাইভ ছবি।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনটিতে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। ডিভাইসটির পিছনে ফ্ল্যাশসহ ক্যামেরার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ডিজাইনে নেই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে বেজেলহীন ডিসপ্লে।

ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.০।

প্রসেসর হিসেবে এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০। ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের পাশাপাশি রয়েছে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। স্টোরেজ সুবিধা দিতে রয়েছে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ড।

তবে ফোনটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি সনির পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে চলতি বছর প্রথম প্রান্তিকে ডিভাইসটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

 

*

*

Related posts/