Maintance

স্টিভ জবসের পোশাক কোম্পানি!

প্রকাশঃ ৬:৪১ অপরাহ্ন, জানুয়ারি ১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ন, জানুয়ারি ২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্টিভ জবস পরিচিত অ্যাপলের প্রতিষ্ঠাতা হিসেবে। তবে ইতালিতে রয়েছে ‘স্টিভ জবস’ নামে পোশাক  প্রস্তুতকারক কোম্পানি।

অনেকেই প্রতিষ্ঠানটির মালিক অ্যাপল কিংবা স্বয়ং স্টিভ জবসকে ভেবে থাকবেন। তবে এর মালিক আসলেই স্টিভ জবস বা অ্যাপল নয়!

আরো মজার ব্যাপার হলো,  প্রতিষ্ঠানটি পরবর্তীতে প্রযুক্তি পণ্য তৈরি করতে চায় বলেও জানিয়েছে। ‘স্টিভ জবস’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোন আনার ইচ্ছাও রয়েছে ইতালিয় প্রতিষ্ঠানটি।

ঘটনাটি ২০১২ সালের। ইতালিয়ান দুই ভাই ভিনসেঞ্জো এবং গিয়াকোমো ব্যবসা শুরু করবেন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুঁজে পাচ্ছেন না। তখন মাথায় এলো স্টিভ জবসের নাম।

Symphony 2018

খোঁজ নিয়ে জানা গেল, ২০১১ সালে স্টিভ জবস মারা গেলেও ‘স্টিভ জবস’ নামটির ট্রেডমার্ক করা নেই। দুই ভাই দ্রুতই ট্রেডমার্ক নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাখেন ‘স্টিভ জবস’।

পরবর্তীতে বিষয়টি অ্যাপলের নজরে আসলে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। কয়েক বছর ধরেই অ্যাপলের সাথে দুই ভাইয়ের ট্রেডমার্ক নিয়ে মামলা চলে।

সম্প্রতি নামের ট্রেডমার্ক অ্যাপলকে হটিয়ে জয়ী হয়  দুই ভাই।  ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে তাদের যেকোনো পণ্যে স্টিভ জবস নাম ব্যবহার করতে পারবে।

গিজমোডো অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/