Maintance

আইফোনের বিক্রি সবচেয়ে বেশি

প্রকাশঃ ৬:১৯ অপরাহ্ন, ডিসেম্বর ৩১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ন, জানুয়ারি ১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ২০১৭ সাল অ্যাপলের জন্য এক উড়ন্ত বছর বলা যায়। প্রযুক্তি বাজারে চলতি বছর সবচেয়ে বেশি বিক্রি পণ্য অ্যাপলের আইফোন।

সালটিতে ২৩ কোটি ৩০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে টিম কুকের অ্যাপল। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান জিবিএইচয়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

Symphony 2018

সবচেয়ে বিক্রি প্রযুক্তি পণ্যের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮। ডিভাইসটি বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ ইউনিট। দুই কোটি ৪০ লাখ ইউনিট বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে স্পিকার অ্যামজন ইকো ডট।

স্মার্টফোনের বাজারের পাশাপাশি স্মার্টওয়াচের বাজারও মাতিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি ‘অ্যাপল ওয়াচ’ বিক্রি  হয়েছে দুই কোটি। ফলে প্রযুক্তি পণ্যের বিক্রির দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এটি। এছাড়া ১৫ মিলিয়ন ইউনিট বিক্রি করে পঞ্চম অবস্থানে রয়েছে নিনটেনডো সুইচ।

উল্লেখ গবেষণা প্রতিষ্ঠান জিবিএইচয়ের ২০১৬ সালেও বিক্রিত শীর্ষ প্রযুক্তি পণ্য ছিল আইফোন। সে বছর ২১ কোটি ১০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছিল অ্যাপল।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/