Maintance

ঝড়ের বেগে ভাইরাল দাদির কাণ্ড!

প্রকাশঃ ২:০৯ অপরাহ্ন, ডিসেম্বর ৩১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ন, ডিসেম্বর ৩১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তরুণ, এমনকি শিশুরাও এখন প্রযুক্তির নতুন উদ্ভাবনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে খুব দ্রুতই। কিন্তু বয়স্করা?

আসলে খেয়াল করলে দেখা যাবে, কোনো দেশেই বয়স্করা প্রযুক্তির এমন উৎকর্ষ খুব করে গ্রহণ করেননি। করলেও তারা সামান্যই বোঝেন।

তেমনই একটি ঘটনা ঘটেছে ইতালিতে। ৮৫ বছর বয়েসী এক দাদির গুগল মিনির সঙ্গে যে কাণ্ড করেছেন সেটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। বিশেষ করে ইউটিউব ভিডিওটি এতো দ্রুত ভাইরাল হয়েছে যে, তিন দিনের মধ্যে তা ৮ লাখ ভিউ ছাড়িয়েছে।

google-home-mini-3-techshohor

ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন, বেন অ্যাক্টিস নামের এক ইউটিউব ব্যবহারকারী।

ভিডিওতে আসলে দেখা যায়, ওই বৃদ্ধা গুগল অ্যাসিসটেন্ট মিনি ব্যবহার করা শিখছেন বলে ফরচুন ডটকম রিপোর্ট করেছে।

Symphony 2018

এমনকি বেশকিছু ইলেকট্রনিক মিডিয়াও ওই ভিডিওটি শেয়ার করেছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট।

ওই বৃদ্ধা ছোট্ট যন্ত্রের কথায় বিভ্রান্ত হচ্ছে এমনটা দেখা যায়। যতোক্ষণ তাকে কেউ পরামর্শ না দেয় যে সেটি ওকে গুগল বলার চেষ্টা করছে।

কিন্তু ওই মহিলা তখনও বুঝতে না পেরে ‘গু গু’ শুনতে পাচ্ছিলেন।

তবে কিছুক্ষণ পরে আবার ওই মহিলা কিছু জিজ্ঞাসা করবে বলে ভাবেন। তখন তিনি ছোট সেই ডিভাইসটির কাছে জানতে চান, এখনকার আবহাওয়ার অবস্থা কি? তখন ডিভাইসটি সঠিক উত্তর দিলে বৃদ্ধা একেবারেই অবাক হয়ে টেবিলে ঝাপিয়ে পড়েন।

ওই বৃদ্ধা তখন বলতে থাকেন যে, ডিভাইসটি খুব চমৎকার এবং’ভয়ঙ্কর’ও!

আর দিন দিন এই স্মার্ট ডিভাইসগুলোই হয়ে উঠছে খুব কাজের এবং চমৎকার। ফরচুন রিপোর্ট বলছে, অ্যামাজনের এমন ডিভাইস খুবই জনপ্রিয় হয়েছে। অ্যালেক্সা নামের ডিভাইসটি বিক্রিতে একটা রেকর্ড করে ফেলেছে।

আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*