![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট স্পিকারের বাজার দখলের যুদ্ধে নতুন ডিভাইস নিয়ে হাজির হলো শাওমি।
প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ইলাইট’ নামে নতুন স্পিকার উন্মোচন করেছে। এতে রয়েছে অ্যামাজনের ভয়েস কমান্ড সেবা এলেক্সা।
গোলাকার আকৃতির ছোট ডিজাইনের স্পিকারটিতে রয়েছে কোয়াড কোর কটেক্স-এ৫৩ সিপিইউ। ২৫৬ মেগাবাইটের র্যামের পাশাপাশি রয়েছে ২৫৬ মেগাবাইট ইন্টারনাল মেমোরি।
এতে রয়েছে ছয়টি মাইক্রোফোন। ফলে ৩৬০ ডিগ্রিভাবে পাঁচ মিনিট দূরত্বে থেকে ভয়েস কমান্ড গ্রহণ করতে সক্ষম স্পিকারটি। ভলিউম নিয়ন্ত্রণের জন্য উপরের দিকে রয়েছ বাটন। সেখানে ভলিউম বাড়ানো-কমানো ও মিউট করা সুবিধা পাওয়া যাবে।
ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ মার্কিন ডলার। ৩১ জানুয়ারি থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে ডিভাইসটির। তারপর ধারাবাহিকভাবে বিশ্বের অন্য দেশি বিক্রি শুরু হবে।
জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ