Maintance

টিম কুকের আয় এতো!

প্রকাশঃ ৪:২২ অপরাহ্ন, ডিসেম্বর ২৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ন, ডিসেম্বর ২৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  অ্যাপলের প্রধান নিবার্হী টিম কুকের আয় গত বছরের তুলনায় বেড়েছে ৪৭ শতাংশ। চলতি বছর তার আয় হয়েছে এক কোটি লাখ মার্কিন ডলার।

আর চলতি বছর কুকের বেতন ছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার। অ্যাপলের শেয়ারহোল্ডার প্রক্সি বিবৃতিতে জানা যায় এই তথ্য।

হিসেবে দেখা যায়, টিম কুকের আয় ২০১৫ সালে ছিল এক কোটি দুই লাখ ডলার যা গত বছর কমে গিয়ে ৮৭ লাখ ডলার ছিল।  কিন্তু  এ বছর অ্যাপল শেয়ারের মূল্য গত বছরের তুলনায় ৩৬.৭ শতাংশ বেড়েছে। যা  প্রভাব পড়েছে তার মোট বেতনে।

Symphony 2018

শীর্ষস্থানীয় নির্বাহীদের নগদ বোনাস দেওয়ার ‘নন-ইকুইটি ইনসেনটিভ প্ল্যান’ পরিকল্পনায় আওতায় টিম কুকের আয় এই বছর বেশি হয়েছে। এর থেকে কুকের আয় হয়েছে ৯৩ লাখ মার্কিন ডলার। আগের বছর এখান থেকে তার আয় হয়েছিল ৫৪ লাখ মার্কিন ডলার।

২০১২ সালের শুরুতে অ্যাপল ইনকর্পোরেটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা টিম কুককে অ্যাপলের ১০ লক্ষ শেয়ার পুরস্কার হিসেবে প্রদান করে। এই সকল শেয়ার ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত কার্যকর হবে।

২০১২ সাল পর্যন্ত অ্যাপল টিম কুককে প্রায় ৩৭৮ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে যা তাকে ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নির্বাহীদের মধ্যে শীর্ষে নিয়ে গেছে।

বিজনেস ইনসাইডার অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/