Maintance

স্ন্যাপড্রাগন ৬৭০ আসছে জানুয়ারিতে

প্রকাশঃ ১২:০৫ অপরাহ্ন, ডিসেম্বর ২৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ন, ডিসেম্বর ২৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ চিপসেট উন্মোচন করা হবে আগামী বছরের শুরুতে। পণ্য সংক্রান্ত ফিচার ফাঁস করায় খ্যাতি অর্জনকারী রোল্যান্ড কোয়ান্ট এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানান, কোয়ালকম চিপসেটটি নিয়ে ৪ বা ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৫.১ ফ্ল্যাশ স্টোরেজ, ডাব্লুএইচডি স্ক্রিন, ২২.৬ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ ফিচারগুলোতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
মিড রেঞ্জের প্রসেসরটিতে ব্যবহার করা হবে স্যামসাংয়ের ১০-ন্যানোমিটার (এনএম) এলপিপি প্রযুক্তি।
এই একই প্রযুক্তি এবছর স্ন্যাপড্রাগন ৮৩৫ ও জিওন ৮৮৯৫ চিপ সম্বলিত গ্যালাক্সি এস৮, ওয়ান প্লাস ৫টি, পিক্সেল ২এক্সএল ও এইচটিসি ইউ ১১ এ ব্যবহৃত হয়েছে।
ইতোমধ্যে এর উৎপাদন বৃহৎ আকারে শুরু হয়েছে। চলতি মাসেই বার্ষিক স্ন্যাপড্রাগন সামিটে দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর উন্মোচন করে কোয়ালকম।
প্রসেসরটি মূলত ফোনের গতি বাড়াতে, ব্যাটারির ক্ষমতা ও ছবির মান উন্নত করতে কাজ করবে।
গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/