HP Banner
Maintance

সেলফি ফোন আনলো ওয়ালটন

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৭, ০৪:৩৭ - আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০১৭, ০৫:০৫

walton-techsohor
Symphony 2018

 টেকশহর কনটেন্ট কাউন্সিলর : নতুন সেলফি ফোন এনেছে ওয়ালটন। ফোনটির মডেল ‘প্রিমো এনএইচ৩আই’।

ওয়ালটনের কর্মকর্তা আরিফুল হক রায়হান জানান, এই ফোনের দুদিকেই আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

তিনি আরো জানান, ‘প্রিমো এনএইচ৩আই’ স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লে।

walton-techsohor

নতুন এই ফোনের উচ্চগতি নিশ্চিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট র‌্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এতে আছে অ্যান্ড্রয়েড ন্যোগাট অপারেটিং সিস্টেম। পাওয়ার ব্যাক-আপ দিতে আছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

স্মার্টফোনটি কালো ও সোনালি রঙে পাওয়া যাবে। দাম ধরা হয়েছে ৬ হাজার ৬৯০ টাকা।

আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত