Maintance

ওরিওতে কুইক চার্জ পেল শাওমি এ১

প্রকাশঃ ৬:৪০ অপরাহ্ন, ডিসেম্বর ২৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ন, ডিসেম্বর ২৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল অ্যান্ড্রয়েড ওয়ান প্রোজেক্টের অধীনের শাওমি এমআই এ১ সম্প্রতি অ্যান্ড্রয়েড ওরিওর পরীক্ষামূলক সংস্করণ পেতে শুরু করেছে। অন্যান্য ফিচারের পাশাপাশি আপডেটটিতে যুক্ত করা হয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি।

শুরু থেকেই শাওমি কেন ফোনটিতে ফাস্ট চার্জ যুক্ত করেনি তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। হার্ডওয়্যার অনুযায়ী এমআই এ১ কোয়ালকম কুইকচার্জ ৩ সমর্থন করার কথা, তবে তা শুরুতে চালু করা হয়নি। এবার নতুন আপডেটে সেটি ব্যবহার উন্মুক্ত করা হয়েছে।

তবে বিপত্তির শেষ এখানেই নয়। শুরুতে কুইক চার্জ না থাকায় ফোনটির সঙ্গে কুইক চার্জ সমর্থিত চার্জার ও ক্যাবল দেয়নি শাওমি। ফলে ব্যবহারকারীদের ফিচারটি পেতে হলে নতুন চার্জার ও ক্যাবল কিনতে হতে পারে।

কুইক চার্জের ফলে ফোন ওভারহিট অথবা ব্যাটারি লাইফ কমে যায় কিনা সেটিও দেখার বিষয়, কেননা শুরুতে ফিচারটি বাদ কেন দেয়া হয়েছিল তা জানা যায়নি।

তবে নিঃসন্দেহে ফিচারটি ব্যবহারকারীদের কাজে আসবে। দ্রুত চার্জ হওয়া স্মার্টফোনের অন্যতম জরুরি ফিচারগুলোর একটি।

জিএসএএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/