Maintance

মিডিয়াটেকের সঙ্গে আইফোন বানাবে অ্যাপল!

প্রকাশঃ ২:৪৯ অপরাহ্ন, ডিসেম্বর ২৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৫ অপরাহ্ন, ডিসেম্বর ২৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চিপ নির্মাতা কোয়ালকমের সঙ্গে মামলা শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখতে না পাওয়ায় নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে যাচ্ছে অ্যাপল।

আগামী বছয়ে যে আইফোন আসবে তার জন্য মডেম নির্মাতা খুঁজছে অ্যাপল। সাধারণত ইন্টেলের পাশাপাশি কোয়ালকম আইফোনের জন্য মডেম তৈরি করত। যার মাধ্যমে ফোনগুলো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে থাকে।

নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, তাইওয়ানের চিপ নির্মাতা মিডিয়াটেকের সঙ্গে অ্যাপল মডেম তৈরি নিয়ে কথা চালাচালি  করছে।

তবে আগমাী বছর বেশিরভাগ আইফোনের মডেম তৈরির জন্য এর মধ্যেই প্রতিষ্ঠানটি ইন্টেলের সঙ্গে চুক্তি করেছে। ফলে মিডিয়াটেক মডেম তৈরি করলেও তা অল্প সংখ্যক ফোনে ব্যবহার করা হবে।

Symphony 2018

মিডিয়াটেকের সঙ্গে অ্যাপল শুধু মডেম তৈরি নিয়েই কথা বলছে না, ভবিষ্যতে স্মার্ট স্পিকার, হেডফোন ও অন্যান্য গ্যাজেটের জন্যও তারা মিডিয়াটেক চিপ ব্যবহার করতে পারে। হয়ত দেখা যাবে অ্যাপল টিভি, হোমপড বা এয়ারপডেও মিডিয়াটেক চিপ ব্যবহার করা হচ্ছে।

তবে অ্যাপল ও মিডিয়াটেকের চুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে। চুক্তির আনুষ্ঠানিক কিছুই এখনো জানায়নি দুটি প্রথিষ্ঠান। তবে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমগুলোর অনেকেই বিষয়টি ‘নিশ্চিত’ করে বলছে। তবে এখন দেখার বিষয়, চুক্তিটি শেষ পর্যন্ত হয় কিনা।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/