Maintance

এইচকিউ ট্রিভিয়ার প্রি-রেজিস্ট্রেশন শুরু

প্রকাশঃ ১২:৩৪ অপরাহ্ন, ডিসেম্বর ২৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ অপরাহ্ন, ডিসেম্বর ২৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছর ‌আইফোনের সবচেয়ে জনপ্রিয় লাইভ স্ট্রিম গেইম এইচকিউ ট্রিভিয়ার প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৪ ডিসেম্বর।

প্রি-রেজিস্ট্রেশন করলে গেইমটি যখনই প্লে স্টোরে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে তখন রেজিস্ট্রশনকারীদের কাছে এর নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রতিদিন গেইমটি দুপুর ১২ টা ও সন্ধ্যা ৬টায় লাইভ সম্প্রচার করা হয়।

trivia-techshohor

Symphony 2018

গেইমটি খেলা বেশ সহজ। এতে ১২ টি মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর দিতে হয়। এর জন্য পুরস্কার হিসেবে প্রাইজ মানি দেওয়া হয়। চলতি সপ্তাহেই এই আর্থিক পুরস্কারের মূল্য এক হাজার থেকে দুই হাজার ডলারে উন্নিত করেছে।

এইকিউয়ের নির্মাতা কোম্পানি ইন্টারমিডিয়া ল্যাবস জানিয়েছে, লাইভস্ট্রিমিং এই ভিডিও গেইমের প্লেয়ার সংখ্যা এখন আড়াই লাখেরও বেশি। আগামী বছরের প্রথম দিন থেকে গেইমটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

ক্যাশ প্রাইজ ও লাইভ ভিডিও ফিডের কারণেই গেইমটি বেশি সংখ্যক প্লেয়ার টানতে পেরেছে। তবে এই গেইমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে উপস্থাপক স্কট রোগোস্কির উপস্থাপনা।

টেক ক্রাঞ্চ ও ম্যাশেবল অবলম্বনে আনিকা জীনাত

*

*