Maintance

মাঝারি ফোনে আসছে স্ন্যাপড্রাগন ৬৭০

প্রকাশঃ ৫:০০ অপরাহ্ন, ডিসেম্বর ২৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ন, ডিসেম্বর ২৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাঝারি মূল্যের ডিভাইসগুলো বিগত বছর থেকেই ফ্ল্যাগশিপের সমান পারফরমেন্স দেখাতে শুরু করেছে। এই ভালো পারফরমেন্সের মূলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসর।

আগামী বছরে মাঝারি মূল্যের ফোনগুলো স্ন্যাপড্রাগন ৬৭০ এর কল্যাণে ফ্ল্যাগশিপের চেয়ে কোনও অংশে কম হবে শুধু এই প্রসেসরের কারণে।

Symphony 2018

নতুন প্রসেসরটি নিয়ে এর মধ্যে কাজ শুরু করেছে কোয়ালকম। তাদের দাবি, এ প্রসেসর ব্যবহারকারী ফোনগুলোতে সহজেই ২৫৬০ x ১৪৪০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা যাবে।

তাদের পরীক্ষাধীন ডিভাইসে রয়েছে ৬৪ জিবি রম, ৬ জিবি র‌্যাম, ২২ মেগাপিক্সেল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১৪৪০পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে।

মাঝারি মূল্যের ফোন বলা হলেও, ফ্ল্যাগশিপের মূল্য বেড়ে যাওয়ায় তাল মেলাতে এই ফোনগুলোর দামও বাড়ানো হতে পারে। তবে এমন শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ ফোনগুলোর সঙ্গে ফ্ল্যাগশিপের দৈনন্দিন পারফরমেন্সে তফাত থাকবে সামান্যই।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/