Maintance

ক্রিসমাসে ডুডল সিরিজ

প্রকাশঃ ১১:২৬ পূর্বাহ্ন, ডিসেম্বর ২৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ন, ডিসেম্বর ২৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উৎসব বা বিশেষ দিনগুলোতে গুগল প্রায়ই নিত্য নতুন ধরনের ডুডল তৈরি করে থাকে।

বছর ঘুরে আবারও এসেছে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। তবে এবারের ক্রিসমাসের জন্য গুগল একটু ভিন্ন ধরণের ডুডল উপহার দিয়েছে। অন্যান্য সময় একটি ডুডল থাকলেও এবার ধাপে ধাপে সিরিজ আকারে ডুডল প্রকাশ করেছে গুগল।

গুগলের তৈরি করা ছবিটিতে আছে পেঙ্গুইন ও টিয়া-ধনেশ পরিবার। ক্রিসমাসে তারা সুন্দর আবহাওয়ায় বসে গ্রীষ্মকালীন ফল ও মাছ খাচ্ছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে নারিকেল গাছের সারি।

এর আগে গত ১৮ ডিসেম্বর প্রথম ডুডলটি প্রকাশ করা হয়। এতে দেখা যায় একটি পেঙ্গুইন পরিবারকে। ইগলু ঘরে তারা ব্যাক প্যাক করে ছুটি কাটাতে যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায় তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে একটি পাখি পরিবার।

google-doodle-techshohor

শেষ ডুডলটিতে চারটি গিফট বক্স দেখা যায়। যেখানে বক্সগুলোর ওপরে আলাদা আলাদা তারিখ লেখা আছে।

তারিখগুলো হলো ১৮, ২৫, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি। ডুডল সিরিজের মাধ্যমে মুলত ক্রিসমাসের উৎসবের সঙ্গে চলতি বছরের বিদায় ও নতুন বছরের শুরুর মুহূর্তটা এক অ্যালবামেই বাধা হয়েছে।

আনিকা জীনাত

*

*

Related posts/