![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : আই লাইফ ব্র্যান্ডের জেড এয়ার ল্যাপটপের সঙ্গে উপহার দিচ্ছে কম্পিউটার আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক। উপহার হিসেবে থাকছে পেন-ড্রাইভ, ওয়্যারলেস মাউস, ব্যাগ ও টি-শার্ট।
এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে, জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, পাওয়ারফুল ইনটেল প্রসেসর আপ টু ১.৮ গিগাহার্জ স্পিড, ২ গিগা বাইট ডি ডি আর থ্রি রেম, ৩২ গিগাবাইট ই এম এম সি স্টোরেজ, ব্লুটুথ ফিচার।
ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ১০,০০০ এম এ এইচ ব্যাটারি। এর দাম ১৬ হাজার ৪৯৯ টাকা। অফারটি চলবে ২৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত।
আনিকা জীনাত