HP Banner
Maintance

ক্রিসমাসে গুগল প্লের যতো ছাড়

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৭, ১১:০৮ - আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০১৭, ০২:৪৭

Google-Play-Store
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্রিসমাস উপলক্ষে প্লে স্টোরের বিভিন্ন অ্যাপ ও গেইমের ওপরে ছাড় দিচ্ছে গুগল। এই অফারের নাম দেওয়া হয়েছে ১২ ডেইজ অব প্লে। ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অফার চলবে ২ জানুয়ারি পর্যন্ত।

২০ টি প্রিমিয়াম গেইমসে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গেইমগুলোর মধ্যে আছে দ্য গেইম অব লাইফ, ফার্ম ২, দ্য রুম থ্রি, সনিক জাম্প প্রো, মোড সিজন ২।

ক্যান্ডি ক্যাশ সাগাতে বড় রকমের ছাড় দেওয়া হবে ২৯ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। গেইমাররা খেলার সময়ও পাবেন বিশেষ সুবিধা।

এছাড়াও আছে চার মাসের জন্য ফ্রিতে গুগল প্লে মিউজিকে প্রবেশের সুবিধা। সঙ্গে আছে ডিজনিলাইফ ও এইচবিও নাও চ্যানেলে নতুন সাবস্ক্রিপশনের ওপরে তিন মাসের জন্য ৫০ শতাংশ ছাড়। টিভি শো, সিরিজ ও মুভি নামানোর ফিও ৯৯ সেন্টে নামিয়ে আনা হয়েছে।

জনপ্রিয় টিভি শোগুলোর মধ্যে আছে গেইম অব থ্রোনস, ডক্টর হু, দ্য ওয়াকিং ডেড।বইয়ের ওপরে ছাড় দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ পর্যন্ত।

গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত