Maintance

কর্মীদের প্রশিক্ষণে রবির উদ্যোগ

প্রকাশঃ ৪:১০ অপরাহ্ন, ডিসেম্বর ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ন, ডিসেম্বর ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শ্রীলঙ্কান প্রতিষ্ঠান হেডস্টার্টের সঙ্গে একটি চুক্তি সই করেছে রবি।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোবাইল অ্যাপস এবং এডুকেশন পোর্টাল ওয়েব সাইটের মাধ্যমে গ্রাহকদের প্রফেশনাল ও অ্যাকাডেমিক প্রশিক্ষণ প্রদানে যৌথভাবে কাজ করবে রবি ও হেডস্টার্ট। এছাড়া রবি ও হেডস্টার্ট বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ই-লার্নিং সল্যুশন চালুর জন্যও কাজ করবে।

robi-techshohor

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ফলে কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের জন্য বারবার সময় ও অর্থ ব্যয় করতে হবে না কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর।

রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার (সিডিএসও) শিহাব আহমেদ ও হেডস্টার্ট’র সিইও হাসিথা ডেলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এসময় রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, কর্পোরেট স্ট্র্যাটেজি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চামারা থিলক মানামপেরি, ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আনিকা জীনাত

*

*

Related posts/