Maintance

ম্যালওয়্যারে ফোন ধ্বংস!

প্রকাশঃ ৭:৩৪ অপরাহ্ন, ডিসেম্বর ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ন, ডিসেম্বর ২৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণ নতুন না হলেও সরাসরি ফোনের হার্ডওয়্যারে ক্ষতি করতে পারে এমন ম্যালওয়্যারের দেখা আগে মেলেনি।

তবে নতুন একটি ম্যালওয়্যার সরাসরি ফোন ধ্বংস করতে সক্ষম বলে নিরাপত্তা গবেষকরা হুশিয়ারি করছেন।

‘লোয়াপি’ নামক এ ম্যালওয়্যার বিবিধ ওয়েবসাইট থেকে ফোনে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন ক্যাসপারেস্কির একদল গবেষক।

লোয়াপি ফোনে প্রবেশ করার পর ক্রিপ্টো কারেন্সি যেমন, বিটকয়েন বা এথেরাম তৈরি শুরু করে। ফলে ফোনের প্রসেসর ও ওয়াই-ফাই দীর্ঘ সময় কাজ করে গরম হয়ে গলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের পরীক্ষাধীন ফোনটি টানা দুই দিন লোয়াপি চালানোর পর ব্যাটারি ফুলে নষ্ট হয়ে যায়।

Symphony 2018

অ্যাডব্লকের নির্মাতাদের তথ্য অনুযায়ী প্রচুর জনপ্রিয় ওয়েবসাইট ব্যবহারকারীদের কম্পিউটারে ক্রিপ্টো কারেন্সি তৈরির স্ক্রিপ্ট চালাচ্ছে।

অন্তত ৫০ কোটি কম্পিউটার ক্রিপ্টো কারেন্সি মাইনারে আক্রান্ত হয়েছে।  কম্পিউটারের পর ফোনেও নজর দিয়েছে লোয়াপির নির্মাতারা। অন্তত ২০ ওয়েবসাইটে লোয়াপি নানা ভাবে ইতোমধ্যে হাজির রয়েছে।

ওয়েবসাইট ব্রাউজিংয়ে আরও সাবধান হওয়া ও ফোন অস্বাভাবিক গরম হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে বলেছেন ক্যাস্পারেস্কির ওই গবেষক দল ।

নিউজউইক অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/