Maintance

ভিভোর ফোনে ডিসপ্লেতেই ফিংগারপ্রিন্ট

প্রকাশঃ ১০:৫০ পূর্বাহ্ন, ডিসেম্বর ২০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫২ অপরাহ্ন, ডিসেম্বর ২০, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরাসরি ডিসপ্লের মাঝেই ফিঙ্গারপ্রিন্ট রিডার সমৃদ্ধ প্রথম ফোন বাজারে আনতে যাচ্ছে চাইনিজ নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

তারাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসমৃদ্ধ ডিসপ্লে প্রযুক্তিটির নির্মাতা সিনাপ্টিকসের প্রথম ক্রেতা।

প্রযুক্তি বিশেষজ্ঞ প্যাট্রিক মুরহেডের ফোর্বসে প্রকাশিত এক লেখায় তিনি এ প্রযুক্তি সমৃদ্ধ ভিভোর ফোন ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার ভাষ্যমতে, সেন্সরটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। তবে সিনাপ্টিক্স দাবী করেছে তাদের সেন্সর অ্যাপলের ফেইসআইডির চেয়ে তিন গুণ দ্রুত কাজ করতে সক্ষম।

Symphony 2018

এ বছরের শুরুতে ভিভো আরেকটি ফোনেও এরূপ প্রযুক্তি দেখিয়েছিল, তবে সেটি সিনাপ্টিক্সের নয়, কোয়ালকমের তৈরি। কোয়ালকমের বদলে সিনাপ্টিক্সের প্রযুক্তি ব্যবহার করেই ভিভো ফোনটি বাজারে নিয়ে আসছে।

আগামী ২০১৮ সালের শুরুতে ফোনটি বাজারে আসবে। যেহেতু ভিভো ব্র্যান্ডের মূল কোম্পানি বিবিকে ইলেক্ট্রনিক্স তাই ধারণা করা হচ্ছে, তাদের আরও দুটি ব্র্যান্ড অপ্পো ও ওয়ানপ্লাসেও এ প্রযুক্তির দেখা মিলবে।

ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন অথবা মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি।

দ্যা ভার্জ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/