Maintance

উদ্যোক্তাদের নিয়ে গ্রামীণফোনের ফান্ডস্টার্টার

প্রকাশঃ ৬:৩০ অপরাহ্ন, ডিসেম্বর ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ন, ডিসেম্বর ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হোয়াইটবোর্ড প্রযুক্তি নির্ভর র্স্টার্টআপগুলোর সহায়তায় ‘ফান্ডস্টার্টার’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে গ্রামীণফোন।

জিপিহাউজে আয়োজিত এ অনুষ্ঠানে মোবাইল অ্যাপ ও মোবাইল গেমস নিয়ে কাজ করা ৮টি স্টার্টআপ  নিজেদের ব্যবসা উপস্থাপন করে। এসময় সেখানে প্রায় দেড়শ’র বেশি বিনিয়োগকারী ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এসময় সেখানে আরও ছিলেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান।

Symphony 2018

Fund-starter-techshohor

‘ফান্ডস্টার্টার’ এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিনিয়োগকারী ও স্টার্টআপগুলো (অ্যাপ, গেম ও ওয়েব) একসাথে ডিজিটাল ইকোসিস্টেমে বেড়ে ওঠার সুযোগ পাবে। ফান্ডস্টার্টারে ধারণা উপস্থাপনের জন্য  একশ’র বেশি স্টার্টআপের আবেদন যাচাই করা হয়।

আবেদনগুলোর মধ্য থেকে আটটি স্টার্টআপকে চূড়ান্ত পর্যায়ে ধারণা উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো হলো মাইন্ডফিশার গেমস, দূরবীন একাডেমি, মেঘদূত, খাসফুড, ট্রাক লাগবে, রেপ্টো, ব্যাংককম্পেয়ারবিডি ও ডকটোরোলা।

আনিকা জীনাত

*

*

Related posts/