Maintance

হুয়াওয়ের নতুন ট্যাবে যা থাকছে

প্রকাশঃ ৩:৫৩ অপরাহ্ন, ডিসেম্বর ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ন, ডিসেম্বর ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের জনপ্রিয়তায় ভাটা পড়েছে ট্যাবলেটের বাজারে।

তাই এই বাজার চাঙ্গা করতে নতুন ডিভাইস আনতে যাচ্ছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু না  জানানো হলেও অনলাইনে ফাঁস হয়েছে ট্যাব সংক্রান্ত বিভিন্ন তথ্য।

ফোন বিষয়ক সংবাদ মাধ্যম ফোনএরিনাতে জানা যায়, মিডিয়াপ্যাড এম৫ নামে ফ্ল্যাগশিপ ট্যাবলেট ডিভাইস আনতে যাচ্ছে  হুয়াওয়ে।

হুয়াওয়ের মিডিয়াপ্যাড সিরিজের সর্বশেষ ডিভাইস হলো এম ৩। চীনে ৪ সংখ্যাটিকে অমঙ্গল হিসেবে বিবেচনা করা হয়। তাই মিডিয়াপ্যাড এম ৪ এর বদলে নাম দেওয়া হয়েছে এম৫ ।

এতে থাকতে পারে ২.৪ গিগাহার্টজ অক্টা কোর কিরিন ৯৬০ প্রসেসর। ৮.৪ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ট্যাবের রেজুলেশন হতে পারে ২৫৬০*১৬০০ পিক্সেল। ৪ বা ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি এতে থাকতে পারে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। অপারেটিং সিস্টেম হিসেবে মিলবে অ্যান্ড্রয়েড ওরিও ৮.০।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে উন্মোচন হতে পারে ট্যাবটি। তবে হুয়াওয়ের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/