Maintance

গুগল ফ্লাইটসে হোটেল বুকিংয়ের টিপস

প্রকাশঃ ১১:৪২ পূর্বাহ্ন, ডিসেম্বর ১৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ন, ডিসেম্বর ১৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদের জন্য গুগল ফ্লাইটসে ভ্রমণ বিষয়ক  কিছু আপডেট পাঠিয়েছে গুগল।

গত অগাস্টে এতে যুক্ত করা হয় টিপস ফিচার। এর সাহায্যে এতোদিন শুধু প্লেনের টিকিট বুকিংয়ের বিষয়েই টিপস পাওয়া যেতো গুগল ফ্লাইটসে। এখন ভ্রমণের মৌসুম শুরু হওয়ায় সাশ্রয়ী মূল্যে হোটেল বুকিং বিষয়ে টিপস দেওয়ার ফিচারও যুক্ত করা হয়েছে নতুন আপডেটে।

Basic RGB-techshohor

Symphony 2018

গুগল এখন হোটেল বিষয়ক টিপস দিতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করছে। যেমন মূল্যছাড়ের অফার থাকলে, কোনো হোটেল রুমের ভাড়া বেশি হলে, ছুটির সময়ে ভিড় বেশি হলে, ভ্রমণের সময় কনসার্ট বা ব্যবসায়িক সম্মেলন হলে সেবিষয়েও তথ্য পাওয়া যাবে গুগল ফ্লাইটস থেকে।

হোটেলের ভাড়ায় কোনো পরিবর্তন এসেছে কিনা সে বিষয়টিতে নজর রাখতে প্রাইস অ্যালার্টও চালু করা যাবে। ফিচারটি আগামী বছর থেকে ডেক্সটপ সংস্করণে পাওয়া যাবে।

গ্যাজেট ৩৬০ ডিগ্রি অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/