Maintance

খুদে ইউটিউব তারকার আয় এতো!

প্রকাশঃ ৬:৫৭ অপরাহ্ন, ডিসেম্বর ১৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ন, ডিসেম্বর ১৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রায়ানের বয়স ৬ বছর। এত অল্প বয়সে সে ইউটিউব তারকা। ফোর্বস প্রকাশিত ২০১৭ সালের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ইউটিউবার সে। তার আয় পৌঁছেছে এক কোটি ১০ লাখ ডলারে।

রায়ানের এই আয় হয়েছে গত বছর  জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত।

শিশুরা সাধারণত খেলতে পছন্দ করে। কিন্তু রায়ানের পছন্দ হলো খেলনার রিভিউ করা। ৪ বছর বয়সে বাবা-মায়ের সহায়তায় খোলে ‘রায়ান টয়সরিভিউ’ নামে একটি ইউটিউব চ্যানেল।

এই চ্যানেলে গাড়ি, লেগো, সুপারহিরো, ডিজনি টয়, ওপেন সারপ্রাইজ এগ, প্লে ডো, পিক্সার ডিজনি কার, ডিজনি প্লেন, ফ্যামিলি ফান অ্যাডভেঞ্চারসহ আরো বেশকিছু খেলনা রিভিউ করা হয়। এছাড়া বিভিন্ন চলকেট ও ক্যান্ডির রিভিউ করা হয়।

কানাডার জনপ্রিয় ইউটিউবার লিলি সিংকেও ছাড়িয়ে বায়ানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা এখন এক কোটির বেশি।

*

*

Related posts/