![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চট্টগ্রামে ডিজিটাল সেবা চালুর জন্য ‘ডিজিটাল ডেভেলপমেন্ট : রোড টু এমপাওয়ারমেন্ট’ শিরোনামে গ্রামীণফোন এক আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে থাকা বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলি হোসেন বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উৎপাদনশীল শিল্পকে অবশ্যই ডিজিটালাইজেশন মেনে নিতে হবে, অন্যথায় আমরা এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় পিছিয়ে পড়বো।
মুনির এইচ খান বলেন, “প্রযুক্তি আমাদের হাতে বিস্তর সমাধান তুলে দিয়েছে, যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে ব্যবসার চেহারা বদলে যাবে।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, কেডিএস স্টিল এর পরিচালক মূনির এইচ খান ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম এঞ্জিনয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মূহাম্মাদ আহসান উল্লাহ।
আনিকা জীনাত