Maintance

পাঠাও কর্মীদের সুবিধা দেবে উই 

প্রকাশঃ ৫:৪২ অপরাহ্ন, ডিসেম্বর ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ন, ডিসেম্বর ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাঠাওয়ের রাইডার ও ক্যাপ্টেনদেরকে উচ্চ মানের হ্যান্ডসেট কেনার সুবিধা দিতে চুক্তি করেছে উই (আমরা হোল্ডিংস)।

গুলশানে অবস্থিত পাঠাও কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উইয়ের পক্ষ থেকে অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার এ. এম এহসান-উল-হক ও পাঠাওয়ের পক্ষ থেকে রাইডস বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিশওয়ার আহমেদ হাশেমী চুক্তিতে স্বাক্ষর করেন।

Symphony 2018

MoU-between-WE-and-Pathao-techshohor

এসময় সেখানে ছিলেন পাঠাওয়ের কর্মকর্তা জামিউল ইসলাম রাহাত,ওয়াহিদুল ইসলাম, রিয়াজ উদ্দিন আহমেদ। আমরা হোল্ডিংসের পক্ষ থেকে মুনতাসির আহমেদ,কাজী সোহেল শরীফ ও এ. এম এহসানুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আনিকা জীনাত

*

*

Related posts/