Maintance

এমআই মিক্স ৩ ফোনের ছবি ফাঁস

প্রকাশঃ ৩:৩৭ অপরাহ্ন, ডিসেম্বর ১২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ন, ডিসেম্বর ১২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাওমির পরবর্তী ফ্যাবলেট সিরিজের ডিভাইস এমআই মিক্সের নতুন সংস্করণ আগামী বছর বাজারে আসতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কিছু না জানালেও অনলাইনে ফাঁস হয়েছে ‘এমআই মিক্স ৩’ ফোনের ছবি।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায় ফোনটির পেছনে মাঝামাঝি স্থানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উপরের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে ফোনটির সামনের প্যানেল না দেখা গেলেও ধারণা করা হচ্ছে, এতে থাকবে বেজেলহীন ডিসপ্লে।

ডিভাইসটিতে কনফিগারেশন কি থাকবে সে সর্ম্পকে কোনো তথ্য জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে, এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর। কেননা কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিটের এই চিপসেট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি প্রধান নিবার্হী লেই জুন।

Symphony 2018

তিনি জানিয়েছেন, শাওমি পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগনের নতুন এই প্রসেসর।

ধারণা করা হচ্ছে, এমআই মিক্স ৩ ফোনে ৬ গিগাবাইট র‍্যাম এবং থাকবে উন্নত মানের ক্যামেরা। এছাড়াও মিলবে অগমেন্টেড রিয়েলিটি সুবিধা।

সব কিছু ঠিক থাকবে আগামী বছর প্রথম প্রান্তিকে উন্মোচন হতে পারে ডিভাইসটি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/