Maintance

এইচপির নতুন ট্যাব আসছে

প্রকাশঃ ১১:৫৩ পূর্বাহ্ন, এপ্রিল ৯, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ন, এপ্রিল ৯, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার দুনিয়ায় সুপরিচিত হলেও ট্যাবলেট বাজারে এইচপিকে নতুনই বলতে হবে। বিকাশমান এ ডিভাইস বাজারেও নিজেদের সেরাটা তুলে ধরতে চায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ৭ ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব বাজারে আনতে যাচ্ছে কোম্পানিটি।

স্লেট সিরিজের নতুন ট্যাবলেটটি হবে বিটস সাউন্ড সিস্টেমের বিশেষ একটি সংস্করণ।

hp_slate7_techshohor

ট্যাবটি সর্ম্পকে প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে জানা যায়, এটি হবে ১৮.৫ মিলিমিটার পুরু। এর দৈর্ঘ্য হবে ১৯৭ মিমি ও প্রস্থ ১১৬ মিমি।

Symphony 2018

এতে থাকতে পারে ১ র‍্যাম এবং ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য পিছনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিজিএ ক্যামেরা। এ ছাড়া থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ সুবিধা।

কবে ট্যাবটি বাজারে ছাড়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এইচপি কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ধারনা করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ে এটি ছাড়া হতে পারে। দাম হতে পারে ২০০ থেকে ২৫০ ডলার।

বিশ্লেষকদের ধারনা, আসুস, লেনেভো, এসারের ট্যাবলেট বাজারের বড় অংশ নিজেদের করে নিতে পারে এইচপি।ঠ

– ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/