Maintance

অ্যান্ড্রয়েডে আসছে আইফোনের সবচেয়ে জনপ্রিয় গেইম

প্রকাশঃ ৮:০০ অপরাহ্ন, ডিসেম্বর ১০, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ন, ডিসেম্বর ১১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এ বছর ‌আইফোনের সবচেয়ে জনপ্রিয় গেইম এইচ কিউ ট্রিভিয়া এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে।

গেইমটির নির্মাতারা মঙ্গলবার এক টুইটে এই খবর জানান। সেখানে জানানো হয়, ক্রিসমাসেই আসছে এইচকিউ ট্রিভিয়া।

কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে গেইমটি খেলা যাবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই গেইম খেলা যাবে।

trivia-techshohor

গত কয়েক সপ্তাহে গেইমটির জনপ্রিয়তা ও প্লেয়ারদের সংখ্যা দুটাই বেড়েছে। লাইভস্ট্রিমিং এই ভিডিও গেইমের প্লেয়ার সংখ্যা এখন আড়াই লাখ। গেইমটিতে জিতলে প্লেয়ারদেরকে পুরস্কার হিসেবে অর্থ দেওয়া হয়। এই অর্থ পেপ্যালের মাধ্যমে প্লেয়ারদের কাছে পৌঁছে যায়।

ক্যাশ প্রাইজ ও লাইভ ভিডিও ফিডের কারণেই গেইমটি বেশি সংখ্যক প্লেয়ার টানতে পেরেছে। তবে এই গেইমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে উপস্থাপক স্কট রোগোস্কির উপস্থাপনা।

আনিকা জীনাত

*

*

Related posts/