Maintance

জিপি ওয়াওবক্সে পাঠাওয়ের অফার

প্রকাশঃ ৪:০০ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোনের ওয়াওবক্স অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিশেষ প্রোমো কোড ও অফার ঘোষণা করেছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও।

সম্প্রতি পাঠাও ও গ্রামীণফোনের ওয়াওবক্স কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গ্রামীণফোন, পাঠাও ও ম্যাগনিটো ডিজিটালের কর্মকর্তারা এসময়ে উপস্থিত ছিলেন।

Symphony 2018

GP-WowBox-Users-techshohor

পাঠাওয়ের মার্কেটিং এক্সিকিউটিভ মো. মুশফিকুল হক, মার্কেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহাবুব, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইশফাক, ভাইস প্রেসিডেন্ট কিশোর হাশমি, ডিরেক্টর অব বিজনেস ডেভলপমেন্ট ইফতেজার সাইদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

*

*

Related posts/