Maintance

কাটা ডিসপ্লে ছাড়া আর আইফোন নয়

প্রকাশঃ ১:১৪ অপরাহ্ন, ডিসেম্বর ৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ন, ডিসেম্বর ৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিসপ্লের মাঝখানে ‘কাটা’ স্থান থাকায় আইফোন ১০-এর ডিজাইন নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে আগামী বছর থেকে এমন ডিসপ্লে ছাড়া আইফোন মিলবে না।

এমনটাই দাবি নমুরার গবেষক দলের। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চি আকারের অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ আইফোন বাজারে আনা হবে।

এ ছাড়া একটি মডেলে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হবে। যদিও এর আকৃতির বিষয়ে কিছু বলা হয়নি।

এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ মডেলটিতে ডুয়াল ক্যামেরা থাকছে না। একই সঙ্গে বাদ পড়ছে তারহীন চার্জিং। ফলে সেটি হবে সবচাইতে কম দামের আইফোন।

বাকি দুটি ডিভাইসের বড়টিতে ডুয়াল সিম থাকার কথা রয়েছে। সবগুলো আইফোনের ডিসপ্লের মাঝেই ট্রু-ডেপথ ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি আইফোনেই ফেইসআইডি যুক্ত করা হবে।

যারা আইফোন ১০ ডিসপ্লের কারণে কিনতে রাজি হননি, তাদের জন্য এটি বিশাল দুঃসংবাদই বটে।

বিজিআর অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/