Maintance

স্মার্টওয়াচেও ওরিও আপডেট

প্রকাশঃ ১১:৩৭ পূর্বাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩২ অপরাহ্ন, ডিসেম্বর ৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মূল অপারেটিং সিস্টেমের পর এবার স্মার্টওয়াচের জন্যও উন্মোচিত হয়েছে অ্যান্ড্রয়েড ওরিও। তবে আপডেটটি কবে নাগাদ ডিভাইসগুলোতে পৌঁছাবে তা নির্ধারণ করবে স্মার্টওয়াচগুলোর নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

নতুন আপডেটটিতে যুক্ত করা হয়েছে নোটিফিকেশনের ভাইব্রেশন বদলানোর সুবিধা, স্মার্টওয়াচের ডিসপ্লে ভেজা থাকলে টাচ বন্ধ রাখা, নতুন ৭টি ভাষা, নোটিফিকেশনে নতুনত্ব ও ব্যাটারি বাঁচাতে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখার সুবিধা।

Symphony 2018

নতুন আপডেটটির ব্যাপারে অ্যান্ড্রয়েড ওয়্যার ডেভেলাপারস গুগল প্লাস গ্রুপে পোস্ট করেন গুগল ইঞ্জিনিয়ার হোই লাম।

তবে গুগল নিজে স্মার্টওয়াচ তৈরি না করার ফলে কোনো ডিভাইসের জন্যই গুগল সরাসরি কোনো আপডেট উন্মোচন করেনি। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত ডিভাইসগুলো এই আপডেট পেতে শুরু করবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/