![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সবাই যাতে গুগলের অ্যাপ ব্যবহার করতে পারে সেজন্য কম দামের ডিভাইসগুলোর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ৫১২ মেগাবাইটের র্যাম ব্যবহৃত হয় এমন স্মার্টফোনে টেক জায়ান্টির অ্যাপ চালানো যাবে।
এ জন্য নতুন বিশেষায়িত অ্যান্ড্রয়েড সংস্করণের পাশাপাশি নিজস্ব অ্যাপের হালকা সংস্করণ ছেড়েছে গুগল।
ইদানিং উচ্চ ক্ষমতার ফ্ল্যাগশিপ ফোনের সবটুকু ক্ষমতা ব্যবহারের জন্য অ্যাপ তৈরি করার ফলে বেশিরভাগ অ্যাপই প্রসেসর ও র্যামের ওপর বেশ চাপ ফেলে। এতে স্বল্প শক্তির ফোনে তা খুবই বাজে পারফরমেন্স দেয়। এ সমস্যার সমাধানেই গুগলের অ্যাপগুলোর ’গো’ সংস্করণ তৈরি করা হয়েছে।
যে সব অ্যাপের গো সংস্করণ আসছে সেগুলো হলো-
এর মাঝে ইউটিউব গো ছাড়া বাকি অ্যাপগুলোর গো সংস্করণ এখনও উন্মুক্ত করা হয়নি।
জিবোর্ড বা ক্রোমের নতুন সংস্করণ তৈরি করা না হলেও ডাটা ও র্যাম বাঁচানোর ফিচার যুক্ত করা হয়েছে। সামনের দিনগুলোতে তা আরও উন্নত করা হবে।
ফাইলস গো-এর মাধ্যমে ফোনের জায়গা বাঁচানো যাবে ও ইউটিউব গো-এর মাধ্যমে ভিডিও সেইভ করা ও অন্য ইউটিউব গো সমৃদ্ধ ফোনে পাঠানো যাবে।
অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে এস এম তাহমিদ