Maintance

টিকেট পৌঁছে দেবে মুভ

প্রকাশঃ ৪:১৯ অপরাহ্ন, ডিসেম্বর ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ন, ডিসেম্বর ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঘরে বসে আন্তর্জাতিক রুটের টিকেট কেনার সুযোগ করে দিতে বিআরটিসি ও শ্যামলী পরিবহনের সঙ্গে চুক্তি করেছে রাইড শেয়ারিং প্লাটফর্ম  মুভের (এমইউভি)।

 মুভের ডেলিভারি ব্যবস্থা ‘মুভ সেন্ড’ এর মাধ্যমে টিকেট কিনতে পারবেন গ্রাহকরা।
move-techshohor
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুভ এর প্রধান নির্বাহী ফাহাদ ইবনে ওয়াহাব, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায়, শ্যামলী পরিবহনের অপারেশন এক্সিকিউটিভ সজীব ও মুভের মার্কেটিং ম্যানেজার রাহাত এইচ চৌধুরী।
গত অক্টোবরে যাত্রা শুরু হয় রাইড শেয়ারিং প্লাটফর্ম  মুভের। রাইডের পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘মুভ সেন্ড’ ও ‘মুভ ফুড’ নামে দুটি সেবা চালু করেছে। মুভ সেন্ড অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউলোড করা যাবে।

*

*