Maintance

ডিজিটাল ওয়ার্ল্ড শুরু

প্রকাশঃ ১২:২৮ অপরাহ্ন, ডিসেম্বর ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪১ অপরাহ্ন, ডিসেম্বর ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি খাতের মহোৎসব ডিজিটাল ওয়ার্ল্ড শুরু হয়েছে।

বুধবার বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই প্রযুক্তি উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ও  তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী।

দেশের তথ্যপ্রযুক্তির বর্তমান অবস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ড।

রেডি ফর টুমরো’ স্লোগানে এবাবেরর আয়োজনে গত ৯ বছরে প্রযুক্তি খাতে বাংলাদেশের অর্জন উপস্থাপন করা হয়েছে।

Symphony 2018

চারদিনের অনুষ্ঠানে প্রায় ৭০ জন বিদেশিসহ শতাধিক বক্তা ২৯টি সেশন  রয়েছে। গুগল, নুয়ান্স, ফেইসবুক, অ্যাংরিবার্ডস, কোয়ালকম, মটোরালাসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেশনগুলোতে থাকছেন।

এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে  সফটওয়্যার, ই-গভর্নেন্স, মোবাইল ইনোভেশন, ই-কমার্স, স্টার্টআপ বাংলাদেশ, এক্সপেরিয়েন্স, মেইড ইন বাংলাদেশ এবং আন্তর্জাতিক জোন রয়েছে।

চারদিনের এই আয়োজন শুরু হবে ৬ ডিসেম্বর। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/