Maintance

ফিচারফোনেও আসছে গুগল অ্যাসিস্ট্যান্ট

প্রকাশঃ ১২:৩৫ অপরাহ্ন, ডিসেম্বর ৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ অপরাহ্ন, ডিসেম্বর ৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস এর পর এবার ফিচার ফোনেও আসছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ভারতের টেলিকম অপারেটর জিও এর নিজস্ব ফোন জিওফোনে অ্যাসিস্ট্যান্ট থাকার কথা গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে ঘোষণা করেছে গুগল।

স্মার্টফোন না হলেও জিওফোনে রয়েছে কাইওএস, যা ফায়ারফক্স ওএস এর ওপর তৈরি। এতে থাকছে সাধারণ টি৯ বাটন ডায়ালার, ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে, তবে ফোনটির মাধ্যমে ফোরজি এলটিই ডাটা ব্যবহার করা যাবে। ফোরজি ডাটার ওপর ভিত্তি করেই ফোনটিতে যুক্ত করা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

ফিচারফোনে ব্যবহারের সুবিধা ছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্টকে ভারতের জন্য উপযোগী করতে হিন্দিতে ভয়েস কমান্ড দেওয়ার সুবিধা যুক্ত করেছে গুগল। অচিরেই এতে বাংলাও যুক্ত হতে পারে।

অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফিচারফোন ব্যবহারকারীদের কাছেও পৌঁছাতে চাইছে গুগল। শুধুমাত্র ভারতেই রয়েছে ৫০ কোটির ও বেশি ফিচারফোন ব্যবহারকারী, বিশাল এই বাজার ধরতেই এ প্রজেক্ট হাতে নিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/