Maintance

শাওমির ফোনেও ওয়্যারলেস চার্জার

প্রকাশঃ ৫:২৫ অপরাহ্ন, ডিসেম্বর ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ন, ডিসেম্বর ৩, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ এমআই ৭ তৈরি শুরু করবে ২০১৮ সালের ফেব্র‌ুয়ারিতে।

তবে সেটি বাজারে আসতে আরও কিছু সময় লাগবে। নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকবে।৬ জিবি র‌্যাম, ৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৩৩৫০ এমএএইচ ব্যাটারি ও ডুয়াল ক্যামেরা; যার একটি এফ/১.৭ অ্যাপারচার লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল সেন্সর।

Symphony 2018

নতুন ফিচারের মধ্যে রয়েছে তারবিহীন চার্জিং সুবিধা, যার ফলে ফোন চার্জ করতে সবসময় পোর্ট ব্যবহারের প্রয়োজন হবে না।

ধরে নেয়া যেতে পারে এর ফলে ফোনটির পেছনের প্যানেল তৈরিতে আবারো গোরিলা গ্লাস ব্যবহৃত হবে। ফেইস আনলকের জন্য থ্রি-ডি ফেইস স্ক্যানার থাকাও অসম্ভব নয়।

ফোনটি চালাতে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম ব্যবহার হবার সম্ভাবনা রয়েছে। তবে শাওমির আপডেট করার গড়িমসির ফলে নুগ্যাট ব্যবহারও অসম্ভব নয়। মূল্য সম্ভবত এমআই ৬ এর চেয়ে খুব বেশী হবে না।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/