Maintance

নতুন ফোন আনছে সনি

প্রকাশঃ ৭:৪১ অপরাহ্ন, ডিসেম্বর ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ অপরাহ্ন, ডিসেম্বর ২, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : এক্সপেরিয়া সিরিজের নতুন আরেকটি ফোন আনতে যাচ্ছে জাপানি প্রযুক্তি পণ্য  নির্মাতা প্রতিষ্ঠান সনি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য না জানালেও অনলাইনে ফাঁস হওয়ার তথ্যে জানা যায়, ‘সনি এইচ৮৩২৪’ মডেলের ফোন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফোনটি নাম কি হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

Symphony 2018

ডিভাইসটিতে থাকতে পারে ৫.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন হতে পারে ১০৮০×১৯২০ পিক্সেল।

এতে স্ন‍্যাপড্রাগন ৬৩০ চিপসের পাশাপাশি ৩ জিবি র‍্যাম থাকতে পারে। ছবি তোলার জন্য পিছনে থাকতে পারে ২৩ মেগাপিক্সেল ক‍্যামেরা এবং সামনে মিলতে পারে ৮ মেগাপিক্সেল ক‍্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ওরিও।

তবে সনি পক্ষ থেকে ডিভাইসটি সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। যদিও বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না সনির। স্মার্টফোন ব্যবসা থেকে মুনাফা কমে যাচ্ছে প্রতিষ্ঠানটির। তাই নতুন ফোন এনে বাজার ধরার চেষ্টায় এখন মরিয়া সনি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/