Maintance

দুতার্তেকে নিয়ে তৈরি গেইম সরালো অ্যাপল

প্রকাশঃ ১:০৪ অপরাহ্ন, ডিসেম্বর ২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ন, ডিসেম্বর ২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতা গ্রহণের পরপরই মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নিয়েছেন।

মাদকসেবী ও মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত উভয়পক্ষের সবাইকেই বিনা বিচারে হত্যার মাধ্যমে শাস্তি দেয়ার আদেশকে বিশ্বের বেশীরভাগ মানুষই ঠিক মেনে নিতে পারেননি। তবে ঘটনাটিকে কাজে লাগানোতে গেইম নির্মাতারা পিছপা হয়নি।

গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোরের জন্য প্রচুর গেইম তৈরি করা হয়েছে। যেখানে দুতার্তের  হয়ে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের হত্যা করে পয়েন্ট বাড়াতে হবে।

এসকল গেইম বিচারবহির্ভূত হত্যাকে সমর্থন দিচ্ছে তাই গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরানোর জন্য দাবি জানিয়েছিলেন ‘এসিয়ান নেটওয়ার্ক অফ পিপল হু ইউজ ড্রাগস’ নামক মাদকব্যবহারকারীদের একটি সংঘ।

সম্প্রতি অ্যাপল এরূপ বেশ কিছু গেইম তাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে, তবে ঠিক কেন সরানো হয়েছে সে ব্যপারে সরাসরি কিছু জানানো হয়নি।

গুগল প্লে থেকে অবশ্য কোনো গেইম সরানো হয়নি। তবে হিউম্যান রাইটস ওয়াচের চাপে হয়ত তারাও অচিরেই গেইমগুলো সরিয়ে নিতে পারে।

বিবিসি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/