Maintance

অ্যাপলের নতুন ইউটিউব চ্যানেল

প্রকাশঃ ৭:৪৭ অপরাহ্ন, নভেম্বর ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ অপরাহ্ন, নভেম্বর ২৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক জায়ান্ট অ্যাপল নতুন ইউটিউব চ্যানেল চালু করেছে। ‘অ্যাপল সাপোর্ট’ নামে এই চ্যানেলে অ্যাপলের বিভিন্ন পণ্যের পরামর্শ ভিডিও থেকে জানা যাবে।

মঙ্গলবার চালু হওয়া ইউটিউব চ‍্যানেলটিতে এ পর্যন্ত ১০টি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওগুলোতে আইফোন ও আইপ্যাড সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে।

‘অ্যাপল সাপোর্ট’ টুইটার আইডি থেকে অফিসিয়াল এই ইউটিউব চ‍্যানেলটি সম্পর্কে জানায় অ্যাপল। একদিনেই চ‍্যানেলটির সাবস্ক্রাইবার ২৪ হাজার ছাড়িয়েছে।

Symphony 2018

নতুন ব্যবহারকারীরা আইফোন ও আইপ্যাড নিয়ে অনেক সময় বিপাকে পড়েন। এমন ব্যবহারকারীরা যেন সহজেই পণ্যটি সম্পর্কে জানতে পারেন সে লক্ষ‍্যেই নানা টিপস, টিউটোরিয়াল ও কৌশল নিয়ে অ্যাপলের নতুন এই চ‍্যানেল।

উল্লেখ‍্য অ্যাপলের মূল অফিসিয়াল চ্যানেল  ‘অ্যাপল’ এ এখন পর্যন্ত সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ৫৫ লাখের বেশি।

ম‍্যাকরিউমার অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/