Maintance

ইউটিউবের ভিডিও হোয়াসঅ্যাপে

প্রকাশঃ ৪:৫৫ অপরাহ্ন, নভেম্বর ২৯, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ন, নভেম্বর ২৯, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে যুক্ত হয়েছে পিকচার ইন পিকচার মোড সুবিধা। এর ফলে হোয়াটসঅ্যাপেই ইউটিউবের ভিডিও দেখা সম্ভব হবে।

এমনিতে হোয়াসটঅ্যাপে কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করলে তা ইউটিউবে গিয়ে দেখতে হয়। কিন্তু নতুন আপডেটটির ফলে এখন থেকে ম্যাসেজ আদান প্রদানের সময়ও ইউটিউবের ভিডিওটি ছোট আকারে দেখা যাবে। ফলে চ্যাটরত অবস্থাতেই স্ক্রিনের এক কোণায় ভিডিওটি চলতে থাকবে।

whatsapp-techshohor

নতুন আপডেটটির ফলে দীর্ঘ সময় ধরে অডিও রেকর্ডিংয়ের সুবিধাও যুক্ত হয়েছে। রেকর্ডিংয়ের জন্য আর মাইক্রোফোন বাটন চেপে ধরার দরকার নেই। মাইক্রোফোন বাটনটি চেপে সোয়াইপ আপ করলেই রেকর্ডিং হতে থাকবে।

আপাতত শুধু আইওএস ব্যবহাকারীরাই তাদে ডিভাইসে নতুন আপডেটটি পাবেন। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও শীঘ্রই আপডেটটি হাতে পাবেন।

দ্য ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/