টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিক্রিত পণ্যের বিলে গরমিল পাওয়ায় দিল্লির একটি অ্যাপল শপ থেকে দুই বিক্রয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুনাল সিনহা ও দিপক শর্মা নামে অভিযুক্ত দুই কর্মী প্রায় দেড় বছর ধরে অ্যাপল কর্তৃপক্ষকে বিক্রিত আইফোন ও ম্যাকবুকের বিল কম দেখিয়ে আসছিলো।
পুলিশের দেওয়া তথ্য মতে, গ্রেপ্তারকৃত কুনাল সিনহার কাছে এডিটিং সফটওয়্যার ছিলো আর স্টোর ম্যানেজার দিপক শর্মার কাছে থাকতো লগ ইন আইডি ও পাসওয়ার্ড।
এই সফটওয়্যার দিয়ে তারা বিক্রিত পণ্যের বিল কম দেখাতো। যেমন অ্যাপল শপটিতে ৬০ হাজারের কোনো পণ্য বিক্রি হলে এডিটিং সফটওয়্যার দিয়ে রিসিটে তারা ৫০০ রুপি লিখে দিতো। এরপরে প্রায় পুরো টাকাটাই তারা নিজেরা ভাগাভাগি করে নিতো। এভাবে তারা প্রায় এক কোটি রুপি হাতিয়ে নেয়।
এক সময় তারা বুঝতে পারে অডিট শুরু হলে তারা এই গরমিলের সন্তোষজনক উত্তর দিতে পারবে না। তাই তারা শহর ছেড়ে পালিয়ে যায়। পরে পশ্চিম দিল্লির কীর্তি নগর থেকে রোববার তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত