Maintance

ইউটিউব 'বিরক্তিকর' স্বঃতর্স্ফূত ফলাফলের তদন্ত করবে

প্রকাশঃ ৭:৩৩ অপরাহ্ন, নভেম্বর ২৮, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ন, নভেম্বর ২৮, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউটিউব সার্চের সময় স্বঃতস্ফূর্ত ভাবে সাজেস্ট করা ‘বিরক্তিকর’ ফলাফলগুলো সম্পর্কে তদন্ত করবে কর্তৃপক্ষ।

সপ্তাহ শেষে সার্চের সময় ‘হাউ টু হ্যাভ’ এর মতো শব্দগুলো লেখার সঙ্গে সঙ্গে কিছু বিষয় সাজেস্ট করে যেখানে শিশুদের জন্য ‘খারাপ’ হয় এমন ফলাফল প্রদর্শন করা হয়। সেসব ফলাফল বেশিরভাগই হয় ‘যৌন বা যৌনতা’ সম্পর্কিত।

বেশ কিছু অনুসন্ধান প্রত্যাশি বলেন, তারা যখন কোনো বিষয় খুঁজতে যান তখন ‘হাউ টু হ্যাভ’ এর মতো শব্দগুলো লেখার সঙ্গে যেসব ফলাফল দেখানো হয় সেগুলো বেশিরভাগই বাচ্চাদের জন্য বেশ  ক্ষতিকর। এমনকি এস দিয়ে কোনো শব্দ তো  লেখাই  যায় না।

তবে এমন ফলাফলে অনেকেই মনে করছেন, এটা সেসব কনটেন্ট প্রকাশকদের আরও উৎসাহিত করতে পারে।

ইউটিউবের একজন মুখপাত্র অবশ্য বলছেন, তারা এমন বিরক্তিকর এবং ‘যৌনতা’ সংক্রান্ত ফলাফলগুলি খুব দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি কিভাবে এমন ফলাফলের বিরুদ্ধে কাজ করা যায়।

বিবিসি অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

Related posts/