Maintance

বন্ধুর বিয়ের ছবি শেয়ার করলেন দীপিকা

প্রকাশঃ ৫:১৩ অপরাহ্ন, নভেম্বর ২৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৩ অপরাহ্ন, নভেম্বর ২৫, ২০১৭

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর: সময়টা ভালো যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। পদ্মাবতি ছবি নিয়ে একের পর এক বিতর্ক। এরপর নাক কেটে দেওয়ার হুমকি।

তবে নিরাপত্তার ভয়ে নিজেকে তিনি বন্দি করে ফেলেননি। ঠিকই ছোটবেলার বন্ধুর বিয়েতে গিয়ে হাসি মুখে ছবি তুলেছেন।

নিজের বাল্যকালের বন্ধু আদিত্য নারায়নের সঙ্গে তোলা সেই ছবিটি শনিবার তিনি ইনস্টাগ্রামে দেন। সেখানে তিনি লিখেছেন, চিরকালের বন্ধু। ছবিটিতে লাইক পড়েছে সাত লাখ ৫২ হাজার। কমেন্ট পড়েছে দুই হাজার ৩৮৬টি।

Symphony 2018

depeeka-friend-techshohor

ছবিটি দেওয়ার একদিন আগে তিনি তাদের ছোটবেলার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে তাকে ও তার বন্ধু আদিত্যকে হাফপ্যান্ট পড়ে থাকতে দেখা যায়।

ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিটিতে লাইক পড়ে পাঁচ লাখ ৮৯ হাজার। কমেন্ট পড়েছে আড়াই হাজার।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/