Maintance

আসছে আইফোন এসই ২

প্রকাশঃ ৪:০৯ অপরাহ্ন, নভেম্বর ২২, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৯ অপরাহ্ন, নভেম্বর ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনে এখন অনেকেরই ছোট ডিসপ্লে পছন্দ নয়। এজন্য অনেক প্রতিষ্ঠান ছোট ডিসপ্লের ফোন আনতেও অনাগ্রহী।

তবে কিছুটা ছোট ডিসপ্লের ফোন দিয়ে অনুরাগীেদের এখনো ধরে রেখেছে অ্যাপল। তাই আবার তাদের আইফান এসই ২ আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আইফোন এসই এর হার্ডওয়্যার অবশ্য এর মধ্যেই বেশ পুরাতন হয়ে গেছে। ফলে আগামী বছর তার উন্নত সংস্করণ বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। ফাঁস হয়ে যাওয়া একটি রেন্ডারিং এমনটাই বলছে।

নতুন ফোনটির বাইরে তেমন পরিবর্তন আনা হবে না। আইফোন এসই বা ৫এস এর মত অ্যালুমিনিয়াম বডি, ফিংগারপ্রিন্ট রিডার, ৪ ইঞ্চি ডিসপ্লে আর ১৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে ফোনটিতে।

নতুন হার্ডওয়্যার যুক্ত করা হবে অ্যাপল এ১০ ফিউশন প্রসেসর, আইফোন ৭ এর ক্যামেরা আর সফটওয়্যার সরাসরি আইওএস ১১  দিয়েই বাজারে আনবে।

ফোনটি ৩২ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে বাজারে আসার কথা রয়েছে। হেডফোন জ্যাক থাকবে কিনা জানা যায়নি। ২০১৮ সালের শুরুতে ৪৫০ ডলার মূল্যে বাজারজাত শুরু করতে পারে অ্যাপল।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/